17902

04/21/2025 জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজ টাইমস ডেস্ক :

১৪ ডিসেম্বর ২০২৩ ১০:৫০

রাজশাহী-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, পুঠিয়া উপজেলার সাহাবাজপুর গ্রামে আবুল হোসেনের বাড়িতে রাত ১১টার দিকে মোটরসাইকেলে গিয়ে দুই যুবক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

বোমাটি বাড়ির গেইটে পড়ে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। গেইটে একটি মোটরসাইকেল রাখা ছিল।

জাপা প্রার্থী অধ্যাপক আবুল হোসেন বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয় দেখাতে হয়তো এই হামলা চালানো হয়েছে। এতে আমি ভয় পাই না। জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে থাকবো ইনশাল্লাহ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]