17931

03/15/2025 দিল্লি গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ

দিল্লি গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ

রাজটাইমস ডেস্ক:

১৫ ডিসেম্বর ২০২৩ ১০:২৭

চিকিৎসার জন্য বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম দিল্লি গেছেন। গতকাল বেলা আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আগামী ১৬ই ডিসেম্বর দিল্লির ফোরটিস হাসপাতালে হাফিজ উদ্দিন আহমেদের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত আছে বলেও জানিয়েছেন শায়রুল। এর আগে গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজসহ দিল্লি যাওয়ার কথা ছিল। ওইদিন তার স্ত্রীকে যেতে দিলেও হাফিজ উদ্দিনকে বিমানবন্দর ইমিগ্রেশনে বাধা দেয়া হয়েছিল। সেদিন তিনি বিমানবন্দর থেকে ফেরত আসেন। পরে গত বুধবার হাফিজ উদ্দিন আহমেদ তাকে বিদেশ যেতে বাধা দেয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তবে এই রিটের শুনানি এখনো হয়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]