04/23/2025 কাতার সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
রাজটাইমস ডেস্ক:
১৬ ডিসেম্বর ২০২৩ ০৯:০৩
কাতার সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
কাতারে অনুষ্ঠিত ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করেছে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের সফররত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন।
গত ১২ ডিসেম্বর কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গে বৈঠক করেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।
এ ছাড়া দোহায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করেন তিনি। কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে কাতার যান সেনাবাহিনী প্রধান।