17958

04/20/2025 জয়পুরহাটে ট্রেনে আগুন

জয়পুরহাটে ট্রেনে আগুন

রাজ টাইমস ডেস্ক :

১৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৫

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস নামের একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ২টার দিকে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘উত্তরা এক্সপ্রেস’ মেইল ট্রেন জয়পুরহাট স্টেশন পৌছা মাত্র একটি বগিতে আগুন দেখতে পায় স্টেশনের প্লাটফর্মে থাকা যাত্রীরা। পরে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে আসার আগমুহুর্তে ট্রেনের একটি বগিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]