1796

09/19/2024 শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

রাজটাইমস ডেস্ক

৮ নভেম্বর ২০২০ ২০:৩০

রাজধানীতে চার দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (০৮ নভেম্বর) বেলা ১১ টা থেকে তাদের আন্দোলন কর্মসূচীর অংশ শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয়। এতে এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা মহামারীকালে পরীক্ষা বন্ধ রাখা ও ৬০ মাসের বেশি বেতন না নেয়াসহ বিভিন্ন দাবি দাওয়া জানায়।

এর আগে একই দাবিতে গত ১ নভেম্বর থেকে ‘সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী’দের ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওইদিন শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি শেষে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

পরবর্তীতে ৩ নভেম্বর আবার ও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এমবিবিএস ও বিডিএস কোর্সের সাধারণ শিক্ষার্থীরা। 

তাদের দাবিকৃত দফাগুলো হল করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা না নেয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়া।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]