03/15/2025 নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন বিএনপির
রাজটাইমস ডেস্ক
৮ নভেম্বর ২০২০ ২১:০৩
নব নির্বাচিত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (০৮ নভেম্বর) দলটির পক্ষ থেকে জো বাইডেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
জো বাইডেনের জয়ে মার্কিন নাগরিকদের সাথে বাংলাদেশের নাগরিকরাও আনন্দিত বলে অভিনন্দন বার্তায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
মির্জা ফখরুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন এবং একই সাথে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।
জো বাইডেনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও দলটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।