18012

05/18/2024 জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৯০

জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৯০

রাজটাইমস ডেস্ক:

১৮ ডিসেম্বর ২০২৩ ০৯:২১

গাজা উপত্যকার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে রোববার ইসরাইলি হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে শতাধিক।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তাছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লোক চাপা পড়ে আছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের ব্যবহৃত আবাসিক অবস্থানে রোববার এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গাজায় ৭ অক্টোবর থেকে ইসরাইল হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে।

রয়াটার্স বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের মুখপাত্র দাউদ সাহেবের ছেলেও রোববারের হামলায় নিহত হয়েছে। গ্রুপটি এ তথ্য নিশ্চিত করেছে।

দাউদ সাহেব ফোনে রয়টার্সকে বলেন, 'আমাদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আরো বিপুলসংখ্যক লোক আছে। তবে সেগুলো অপসারণ করা যাচ্ছে না। কারণ ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।'

ইসরাইল জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় গোলা বর্ষণ বাড়িয়েছে। এখানে উদ্বাস্তু ফিলিস্তিনিরা বাস করছে।

সূত্র : আল জাজিরা, গার্ডিয়ান.

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]