03/15/2025 ভারতীয় ও রাশিয়ান যোদ্ধাদের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
রাজটাইমস ডেস্ক:
১৮ ডিসেম্বর ২০২৩ ০৯:৩০
ভারতীয় এবং রাশিয়ান যোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে সেনাপ্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্র বাহিনীর সদস্যদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধকালীন এবং স্বাধীনতাত্তোর সহায়তার জন্য সেনাপ্রধান রাশিয়ার অবদান। এর আগে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
সফরকালে প্রতিনিধিদলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করবে। সফর শেষে তারা মঙ্গলবার নিজ দেশে ফিরবেন।