03/16/2025 করোনায় প্রাণ হারাল আরও ২৫
রাজটাইমস ডেস্ক
৯ নভেম্বর ২০২০ ২২:২০
বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ২৫ জনের। ফলে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ জনে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমণ ছড়িয়েছে আরও ১ হাজার ৬৮৩ জনের দেহে। ফলে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২১ হাজার ৯২১ জন
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ১ হাজার ৬২৩ জন।এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাস দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।