18149

03/16/2025 রাবিতে পড়ুয়া খুলনা জেলার শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার

রাবিতে পড়ুয়া খুলনা জেলার শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার

রাবি প্রতিনিধি:

২২ ডিসেম্বর ২০২৩ ১৮:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) খুলনা জেলার শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ২৬১ নম্বর কক্ষে ‘খুলনা জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়’ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারটি বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সেমিনারে বাংলাদেশে সমকালীন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনটির উপদেষ্টা ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মো. আমজাদ হোসেন এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের এমবিএ’র শিক্ষার্থী মো. রুবেল মল্লিক।

সেমিনারে অধ্যাপক মো. আমজাদ হোসেন বলেন, আমাদের ডেমোগ্রাফিতে ২১ থেকে ৩৫ বয়সের লোকসংখ্যা শতকরা ৪২ থেকে ৪৩ ভাগ। এখন তারা যদি দেশের উন্নয়নে কিছু না করতে পারে তবে ৫০ বছর বয়সে তারা দেশের বোঝা হয়ে দাঁড়াবে।

তাই সময় নষ্ট না করে যার যে দিকে লক্ষ্য সেইদিকে এগিয়ে যেতে হবে। আজ থেকে পড়াশোনা শুরু করতে হবে। আমরা আশা করি, খুলনা জেলা সমিতির শিক্ষার্থীরা বড় বড় প্রতিষ্ঠানে জব করবে। আমরা গর্ব করে তাদের সফলতার গল্প করব

তিনি আরও বলেন, ২৫০ বছর আগে ইউরোপে শিল্প বিপ্লব ঘটেছিল। তারাই এখন বলছে মুক্ত অর্থনীতির কথা। কিন্তু তাদের তুলনায় আমাদের শিল্পখাত অনেক পিছিয়ে। তারা নিজেদের শিল্পখাতকে উন্নত করে এখন এসে বলছে মুক্ত বাজার চলবে বিশ্বব্যাপী। তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের উৎপাদিত পণ্য আমাদের বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করে নিজেদের ধনী রাষ্ট্রে পরিণত করা।

বাস্তবে হয়েছেও তাই। এজন্য আমাদের শিল্পখাতকে এগিয়ে নিতে হলে ডিজিটাল প্রযুক্তি রপ্ত করার পাশাপাশি, সুশিক্ষিত, সৎ, সচেতন হতে হবে এবং ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। যা আপনাদের দ্বারাই সম্ভব।

সেমিনারে সততার গুরুত্ব দিয়ে অধ্যাপক মো. আমজাদ হোসেন আরও বলেন, আমরা সবাই সাধারণ পরিবার থেকে আসছি, আমাদের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে কেন? আপনারা মেধা, যোগ্যতা, সৌভাগ্যের বলে আড়াই লক্ষ ভর্তিচ্ছুকে পেছনে ফেলে খুলনার কয়রা থেকে শুরু করে সুন্দরবন লাগোয়া থেকে এখানে আসছেন। মা-বাবা, আত্মীয়-স্বজন সবার দোয়া রয়েছে আপনাদের ওপর। আল্লাহ আপনাদের যে যোগ্যতা ও সৌভাগ্য দিয়েছেন, তা কাজে লাগান।

তবে সর্বদা মনে রাখবেন, সততাই সর্বোত্তম পন্থা। এমন কোনো কাজ করবেন না, যা সততার বিরুদ্ধে যায়। সৎ ব্যক্তি যেকোনো প্রতিষ্ঠানে দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারে। অসৎ ব্যক্তিরা আপাতত দৃষ্টিতে মনে হয় ভালো কিন্তু দীর্ঘসময়ে টিকে থাকতে পারে না। টিকলেও তার পরের প্রজন্ম টিকতে পারে না।

সেমিনারে বিশ্ববিদ্যালয় খুলনা জেলা সমিতি’র সভাপতি মো. রুবেল মল্লিক বলেন, আজকের সেমিনার থেকে আমরা যারা খুলনা জেলার শিক্ষার্থী অনেক গাইডলাইন পেয়েছি। স্যার আমাদেরকে ক্যারিয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছেন। এর ফলে আমরা ভবিষ্যতে সঠিক ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিতে পারবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ।

খুলনা জেলা সমিতি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা স্যারকে একজন অভিভাবক হিসেবে পেয়েছে। শিক্ষার্থীদের বিপদে-আপদে সার্বক্ষণিক পাশে থাকেন তিনি। আজকে সেমিনারে স্যারের ক্যারিয়ারবিষয়ক দিক-নির্দেশনামূলক বক্তব্যের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]