03/15/2025 ২১ গরু জবাই করে ভূরিভোজ করালেন জাপা প্রার্থী
রাজটাইমস ডেস্ক:
২৩ ডিসেম্বর ২০২৩ ০৯:৩০
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে জাপার প্রার্থী আতিকুর রহমান আতিক আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করিয়েছেন। ২১টি গরু জবাই করে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার জাহানপুরে এ আয়োজন করেন তিনি।
সভার জন্য ৪০০ বর্গফুটের বেশি এলাকায় প্যান্ডেল বা মঞ্চ না করার বিধি থাকলেও তিনি বিশাল আকৃতির প্যান্ডেল ও শামিয়ানা টানিয়ে হাজারের বেশি লোককে খাওয়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন আতিক। জাহানপুর নিজ বাড়ির আঙ্গিনায় বিশাল প্যান্ডেল ও সামিয়ানা টানিয়ে সভা করা হয়। মতিউর রহমান আফতাবের সভাপতিত্বে ও হুমায়ন কবিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জেলা জাপা নেতা আলতাফুর রহমান, আহসান হাবিব মঈন, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মইনুল ইসলামসহ স্থানীয় নেতারা।
সভা শেষে একই প্যান্ডেলের আরেক পাশে চেয়ার-টেবিল বসিয়ে হাজারের বেশি লোককে খাওয়ানো হয়।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সমকালকে বলেন, জাপা প্রার্থীর এমন আয়োজন নির্বাচন আচরণবিধি ভঙ্গ। খাওয়ানোর বিষয়টি আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও আচরণবিধির অনেক বিষয় রয়েছে।
২১টি গরু জবাই করার কথা স্বীকার করে আতিক বলেন, ‘আমি এলাকার মানুষ ও আত্মীয়দের খাইয়েছি। এটা আচরণবিধিতে পড়বে না।