18175

04/19/2025 সরকার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো: মিনু

সরকার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো: মিনু

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০৬

বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি। এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, আগামী বছরের ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশবাসী মানেনা।

এমনকি বিশ^বাসীও এই প্রহসনের নির্বাচন বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটার নয় চার পা ওয়ালা জন্তু ঘুরবে উল্লেখ করে তিনি আরো বলেন, এই সরকারের সময় শেষ। যে কোন সময়ে ঢলে পড়বে। কারণ এই বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের পায়ের তলায় এখন আর কোন প্রকার মাটি নেই। নিজেদের পিঠ বাঁচাতে জোরপূর্বক নির্বাচন করার পাঁয়তারা করছে এই সরকার। বিএনপি ও সমমনা দলগুলোর সকল নেতাকর্মীর জীবন থাকা পর্যন্ত এই নির্বাচন হতে দেবেনা বলে জানান তিনি। সেইসাথে এই বাকশালী সরকারের পতন না ঘটানো পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে ঘরে ফিরবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি।

শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি’র আয়োজনে মালোপাড়স্থ দলীয় কার্যালয়ের সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় সাংগঠনিক সকল ওয়ার্ডে লিফলেট বিতরণ করার জন্য নেতৃবৃন্দের হাতে তিনি লিফলেট তুলে দেন। সেইসাথে তিনি নিজে উপস্থিত সকল নেতাকর্মীদের সঙ্গে করে সাহেব বাজার সোনারু পট্টি থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পরে নগরীর বিভিন্ন মার্কেটের দোকানদার ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। মিনু আরো বলেন, পৃথিবীর ইতিহাসে ডামি নির্বাচন কোনদিন হয়নি। এই নির্বাচন করতে যেয়ে সরকার দেশব্যাপি বিশৃংখলার সৃষ্টি করেছে। বাস, ট্রাক ও ট্রেনে নিজেরাই আগুন দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর উপরে দোষ চাপাচ্ছে। শুধু তাই নয় ২৮ তারিখের পর থেকে দেশব্যািপ প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে আটক করেছে এই রাতের অধারের সরকার। তিনি বলেন, রাজশাহীতে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে এই সরকারের আজ্ঞাবহ আইন শৃংখলা বাহিনী ও আদালত। এছাড়াও প্রতিদিন নেতাকর্মীদের আটক অব্যাহত রেখেছে বলে উল্লেখ করে আটককৃতদের নি:শর্ত মুক্তি ও সকল প্রকার আটক ও নির্যাতন বন্ধ করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে তিনি নেতৃবৃন্দদের নিয়ে লিফলেট বিতরণ করেন মিনু।

বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ জার্সিস কাদির, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও প্রফেসর আকতার হোসেন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]