1819

04/04/2025  বালুর ট্রাকে চাপা পড়ে কনস্টেবল নিহত

 বালুর ট্রাকে চাপা পড়ে কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০২০ ০০:৫২

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ চৌদ্দপাই এলাকায় বেপরোয়া বালুর ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মোয়াজ্জেম হোসেন (৫০)। তিনি নগরীর বেলপুকুর থানায় কর্মরত ছিলেন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে শহর থেকে বেলপুকুর থানায় যাচ্ছিলেন কনস্টেবল মোয়াজ্জেম হোসেন। পথে মতিহার থানার চৌদ্দপাই এলাকায় একটি বেপরোয়া বালুর ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]