18198

03/16/2025 রাবি নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

রাবি নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি:

২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নৃবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও ২৫ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১০৪ নং কক্ষে বিভাগের লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন, অনুষ্ঠানের আহবায়ক ও বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা ফাতেমা।

অনুষ্ঠানের বক্তারা নৃবিজ্ঞানের গুরুত্ব, শিক্ষার্থী - শিক্ষকদের সম্পর্ক এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠার গুরুত্ব দেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এস এম এক্রাম উল্লাহ এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ড. জাহাঙ্গীর আলম সউদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, সহকারী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃষা ও সানজিদ শাওনসহ বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]