1820

09/08/2024  চাকরি পেতে প্রতিবন্ধী যুবকের মামলা !

 চাকরি পেতে প্রতিবন্ধী যুবকের মামলা !

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর ২০২০ ০১:১১

ডোনেশন দিয়েও পাননি চাকুরী। একই সাথে আটকে আছে ডোনেশনে এর টাকা। এর সুরাহা পেতে মামলা করেছেন তিবন্ধী যুবক রইচ উদ্দিন (২৮)।

জেলা রাজশাহীর দুর্গাপুর সহকারী জজ আদালতে গত বৃহস্পতিবার তিনি মামলা দায়ের করেন। এতে পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয় ও প্রধান শিক্ষকসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

মামলার অন্য বিবাদীরা হলেন- প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার, ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মদ আলী প্রামানিক, সদস্য মোকছেদ আলী মৃধা, মতিউর রহমান, মো. মোশারফ, রফিকুল ইসলাম, শরিফ মণ্ডল, মোসা. মুন্নি, শিক্ষক প্রতিনিধি সদস্য ইদ্রিস আলী, রহিদুল ইসলাম ও কানিজ ফাতিমা।

প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার স্কুলের প্যাডে দেয়া একটি অঙ্গীকার নামায় ২০১৯ সালের ৩০ মার্চ রইচের কাছ থেকে নগদ তিন লাখ ২০ হাজার টাকা নেন।

অঙ্গীকারনামায় লেখা আছে, ‘রইচের কাছ থেকে ‘জামানত স্বরুপ’ তিন লাখ ২০ হাজার টাকা নেয়া হলো। তার চাকরি স্থায়ী করা না হলে সম্পূর্ণ টাকা একসঙ্গে নগদে ফেরত দেয়া হবে।’

জানা গেছে, পুরান তাহিরপুর গ্রামেই প্রতিবন্ধী রইচ উদ্দিনের বাড়ি। তার বাবাও পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]