18202

03/15/2025 মাহিয়া মাহিকে জুতা পেটার হুমকি দিলেন নৌকার সমর্থক

মাহিয়া মাহিকে জুতা পেটার হুমকি দিলেন নৌকার সমর্থক

রাজটাইমস ডেস্ক:

২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:৫১

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতা পেটার হুমকি দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন নৌকার প্রার্থীর এক সমর্থক।

শনিবার (২৩ ডিসেম্বর) এই ঘটনায় রাত দেড়টার দিকে তানোর থানায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন মাহি।

ফেসবুকে ভিডিও পোস্টকারী নৌকার প্রার্থীর সমর্থকের নাম মাহাবুর রহমান মাহাম। তার বাড়ি তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামে। বাবার নাম মৃত ছদের আলী। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে যোগাযোগ করা হলে মাহাম জানিয়েছেন, বর্তমানে দলীয় কোনো পদ নেই তার।

শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে মাহাবুর রহমান মাহাম বলেন, ‘আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে, একদম জুতা দিয়ে পিটানো উচিত আপনার মতো মেয়েকে।’

ভিডিওতে তিনি আরও বলেন, ‘আপনার মতো মাহিয়া মাহির দ্বারা তানোর-গোদাগাড়ীর উন্নয়ন তো দূরের কথা; হাজারো ছেলে নষ্ট হবে। আপনার মতো দুশ্চরিত্রা মহিলা থাকলে। আপনার মতো বেয়াদব মহিলাকে আমি এখনো বলছি, এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য কখনো করেন, আপনাকে জুতা দিয়ে পিটানো উচিত। আপনি ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের মেয়ের যোগ্য না।’

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মাহাবুর রহমান মাহাম এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার সাথে থাকেন। তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের গাড়ি ভাঙচুর মামলার আসামি তিনি। সেই মামলা এখনো চলমান রয়েছে।

এদিকে হুমকির ঘটনায় মাহিয়া মাহি শনিবার রাত দেড়টার দিকে তানোর থানায় নিজে উপস্থিত হয়ে ফেসবুকে ভিডিও পোস্টকারী মাহাবুর রহমান মাহামের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

যোগাযোগ করা হলে অভিযুক্ত মাহাম বলেন, ‘ভিডিও ছাড়ার পর রাজশাহী থেকে কয়েকজন সাংবাদিক ফোন করেছিলেন। তারা নানা কথা বলছেন। সেই কারণে ভিডিও ডিলিট করে দিয়েছি।’

এ আসনের নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, ‘হুমকির অভিযোগ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে। এছাড়া, ইতোমধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. আবু সাঈদ তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।’

এ বিষয়ে তানোর থানার ওসি আবদুর রহিম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। হুমকির অভিযোগ গুরুতর অপরাধ। এ কারণে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]