1821

09/19/2024 সম্পত্তিতে হিজড়াদের অধিকার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পত্তিতে হিজড়াদের অধিকার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২০ ০১:১৫

দেশে লিঙ্গ বিষম্য অবসানে এবং হিজড়াদের অধিকার নিশ্চিতকরণে সচেষ্ট হয়েছে সরকার। পিতা-মাতার সস্পত্তিতে হিজড়াদের অধিকার নিশ্চিতকরণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এই নির্দেশ প্রদান করেন।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান ‘এখন থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়ারা) মানুষরা যেন পিতা-মাতার সম্পত্তি থেকে জমির সমান ভাগ পায় সেটি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখব তারা যেন বাবা-মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত না হন।’

বিষয়টিকে প্রধানমন্ত্রী গুরুত্বের সাথে দেখছেন জানিয়ে সচিব বলেন, কেউ তৃতীয় লিঙ্গের হলে তিনি কিভাবে জমির ভাগ পাবেন সেটি মুসলিম উত্তরাধিকার আইনে বলা আছে। কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে সেটি বলা নেই, সে বিষয়েই প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন যাতে কেউ বঞ্চিত না হন।’

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]