18227

04/23/2025 সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

রাজ টাইমস ডেস্ক :

২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৩

এক ব্যক্তিকে হত্যার দায়ে সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে দুই বাংলাদেশিকে। আর্থিক বিরোধ নিয়ে এক ভারতীয় নাগরিককে ওই দুই বাংলাদেশি একটি গাড়িতে তুলে নেয়। এরপর তাকে একটি ফাঁকা এলাকায় নিয়ে যায়। সেখানে কাপড় দিয়ে তার শ্বাসযোগ করে হত্যা করে তারা।

হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে মুখের ভিতর কীটনাশক ঢেলে দেয়। এরপর মৃতদেহ মাটিচাপা দেয়। কিন্তু আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ সফলতার সঙ্গে অপরাধীদের ধরে ফেলে। তদন্তের পর তাদেরকে আদালতে তোলা হয়। আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু আপিল ও সুপ্রিম কোর্ট উভয় স্থানেই মৃত্যুদণ্ড বহাল থাকে।

ফলে চূড়ান্ত রায়ে রাজকীয় অনুমোদন দেয়া হয়। ফলে সম্প্রতি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জাজান এলাকায় ওই অভিযুক্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ খবর দিয়েছে অনলাইন আরব টাইমস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]