18269

04/22/2025 দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ

দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ

রাজ টাইমস ডেস্ক :

২৭ ডিসেম্বর ২০২৩ ১২:৫৮

ভারতের রাজধানী দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে ভয়াবহ একটি বিস্ফোরণ ঘটেছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫.২০-এ এই বিস্ফোরণ ঘটে।

দূতাবাসের মুখপাত্র গাই নির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'আমরা নিশ্চিত করছি যে স্থানীয় সময় ৫.২০-এর দিকে দূতাবাসের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে।

তিনি আরো বলেন, 'কিন্তু আমরা জানি না ঠিক কী ঘটেছে। পুলিশ ও আমাদের নিরাপত্তা রক্ষীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।'

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, দূতাবাসের সকল কর্মী অক্ষত রয়েছেন। তারা ঘটনাটি তদন্তে স্থানীয় কর্মকর্তাদের সাথে সহযোগিতা করছেন।

কিভাবে বিস্ফোরণটি ঘটল বা কারা তা ঘটিয়েছে, তা জানা যায়নি। নগরীর দমকল বাহিনী এখন পর্যন্ত তাদের অনুসন্ধানে কিছু পায়নি বলে সিনিয়র দমকল কর্মকর্তা অতুল গার্গ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২০২১ সালের জানুয়ারিতে দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে একটি ছোট বোমা বিস্ফোরিত হয়েছিল। তখন এক ইসরাইলি কর্মকর্তা এটিকে 'সন্ত্রাসী কাজ' হিসেবে অভিহিত করেছিলেন।

সূত্র : আল জাজিরা, এনডিটিভি এবং অন্যান্য

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]