18282

04/04/2025 সাবেক রেজিস্ট্রার আজাদের বিরুদ্ধে দুদকেরমামলা

সাবেক রেজিস্ট্রার আজাদের বিরুদ্ধে দুদকেরমামলা

রাজ টাইমস

২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর সাবেক জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদের (৬৩) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) ইসমাইল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। আবুল কালাম আজাদ ইতোমধ্যে চাকরি থেকে অবসর নিয়েছন।

মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১ কোটি ২৮ লাখ ১২ হাজার ১৪৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। আসামি আবুল কালাম আজাদের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার মিরপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার আসাদ অ্যাভিনিউয়ের ক্রিস্টাল ক্যাসেল নামের এক ভবনের নিজের ফ্লাটে বসবাস করেন।

দুদক জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন প্রতিবেদন দাখিল করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]