18287

04/22/2025 ইএইউ’র সাথে ইরানের দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি সই

ইএইউ’র সাথে ইরানের দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি সই

রাজ টাইমস ডেস্ক :

২৭ ডিসেম্বর ২০২৩ ২১:১৬

ইরান এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইউ) মধ্যে একটি দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নথিতে ইরানের পক্ষে স্বাক্ষর করেন দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। অন্যদিকে ইএইউ এর পক্ষে স্বাক্ষর করেন ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশনের বোর্ডের চেয়ারম্যান মিখাইল মায়াসনিকোভিচ।

অর্থনৈতিক ব্লকটির পাঁচ সদস্য রাষ্ট্র রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান এবং কিরগিজস্তানের উপ-প্রধানমন্ত্রীরাও নিজ নিজ দেশের পক্ষে এফটিএ স্বাক্ষর করেছেন।

এফটিএ কার্যকর হওয়ার আগে চুক্তিটি ছয়টি পক্ষের পার্লামেন্টে এখনও অনুমোদন করা হয়নি।

চুক্তির শর্তাবলী অনুযায়ী, ইরান এবং পাঁচ সদস্যের ব্লক তাদের মধ্যে বিনিময় করা ৮৭ শতাংশ আইটেমের ওপর শুল্ক প্রত্যাহার করবে।

সূত্র: মেহর নিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]