18294

04/18/2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ ককটেল বিস্ফোরণ

রাজটাইমস ডেস্ক:

২৮ ডিসেম্বর ২০২৩ ০৯:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের সামনে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে টিএসসি অভিমুখী সড়কের নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও স্যার এ এফ হলের মধ্যবর্তী অংশে একটি মোটরসাইকেল থেকে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হলে কিছুক্ষণের জন্য ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। বিপরীত রাস্তা থেকে ককটেল ছুড়ে মারা ব্যক্তিরা দ্রুতই নীলক্ষেত-নিউমার্কেটের দিকে চলে যায়।

এর আগে গত ১৫ ও ১৮ নভেম্বর ক্যাম্পাসের টিএসসি ও স্মৃতি চিরন্তন চত্বরে পাঁচটি ও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, এ এফ রহমান হলের সামনের ফাঁকা রাস্তায় কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এখনো তাদের শনাক্ত করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা জেনেছি। আউটসাইড থেকে হয়তো কেউ ককটেল বিস্ফোরণ করেছে। যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]