18341

04/20/2025 সাতক্ষীরায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, দুই ভারতীয়সহ আহত ২০

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, দুই ভারতীয়সহ আহত ২০

রাজ টাইমস ডেস্ক :

২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:১৫

সাতক্ষীরায় মাটিবহনকারী ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসে ধাক্কা দেওয়ায় দু’জন ভারতীয় নাগরিক ও এক পথচারীসহ ২০ জন জখম হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তালা উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা সড়কের কাপাসডাঙা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ভারতীয় নাগরিকরা হলেন- পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার জয়পুর গ্রামের (বিড়া) সুমিত হালদারের স্ত্রী স্বরস্বতী হালদার (৭০), তার জামাতা একই গ্রামের উপন্দ্রেনাথ মালাকারের ছেলে নিখিল মালাকার (৫৬)।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় নাগরিক নিখিল চন্দ্র মালাকার জানান, কয়েকদিন আগে তিনি তার শ্বাশুড়িকে নিয়ে বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকালে দেশে ফেরার জন্য দুপুর ১২টার দিকে তারা খুলনা থেকে বাসে ওঠেন।

বাসটি দুপুর সোয়া একটার দিকে কাপাষডাঙা লস্কর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারী ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী বাসের সামনে ধাক্কা মারে। এতে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে তিনিসহ কমপক্ষে ১৮ জন যাত্রী ও ড্যাম্পারের চালক এবং এক পথচারী গুরুতর আহত হন। ডাম্পার ট্রাকটি বাসে ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে বাসের মধ্যে আটকে পড়া দুই যাত্রীকে ক্রেন আনার পর উদ্ধার করা হয়। এদের মধ্যে পথচারী কৃষ্ণা রানী মালোকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ডিবিএন আক্তার মারুফ জানান, কৃষ্ণা মালোসহ দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]