18344

04/22/2025 ইসরাইলি হামলায় গাজার ৩০ হাজার মানুষ নিহত অথবা নিখোঁজ

ইসরাইলি হামলায় গাজার ৩০ হাজার মানুষ নিহত অথবা নিখোঁজ

রাজ টাইমস ডেস্ক :

২৯ ডিসেম্বর ২০২৩ ২১:১৯

গত ৭ অক্টোবর থেকে অব্যাহত ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজার প্রায় ৩০ হাজার বাসিন্দা নিহত হয়েছেন অথবা নিখোঁজ রয়েছে। শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজার সরকার এ তথ্য জানিয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি যেসব বিষয় জানিয়েছেন, তা হলো-
- ইসরাইলি আগ্রাসনে বর্তমানে নিহত বা নিখোঁজ ফিলিস্তিনির সংখ্যা ২৯ হাজারের বেশি।
- ৭ হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা।
- গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকায় ৮ লাখ বাসিন্দা হাসপাতালের স্বাস্থ্যসেবা পাচ্ছে না।

পশ্চিমতীরে ২০২৩ ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে প্রাণহানিকর বছর

জাতিসঙ্ঘ ২০০৫ সাল থেকে প্রাণহানির হিসাব রাখা শুরুর পর চলতি ২০২৩ সাল ফিলিস্তিনের পশ্চিমতীরের জন্য সবচেয়ে প্রাণহানিকর বছর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একথা জানিয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থা ইউএনআরডব্লিউএ।

ইসরাইলি হামলায় লেবাননে আহতের খবর দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ইসরাইলি আঘাতে অন্তত দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এক্সে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, ওই দুই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। তারা ওই গাড়িতে আগুন জ্বলার ভিডিও পোস্ট করেছে এক্সে।

লেবাননের মিডিয়া চ্যানেল আল-আকবারও একই ভিডিও ফুটেজ প্রচার করেছে। সেখানে দেখানো হয়েছে, আইতারুন গ্রামে ইসরাইলি ড্রোন আঘাতে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হচ্ছে।

সূত্র : আলজাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]