18353

03/15/2025 বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত

রাজটাইমস ডেস্ক:

৩০ ডিসেম্বর ২০২৩ ১০:৪৬

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে আসন্ন নির্বাচনকে দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে আবারও সুস্পষ্ট করে দেশটি বলেছে, বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংকালে এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বাগচি বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে যাবে। খবর বাসসের।

ভারত সরাসরি ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে’ বলে বিএনপির মুখপাত্রের সাম্প্রতিক অভিযোগের বিষয়ে উল্লেখ করে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, আমরা তৃতীয় কোনো দেশের নীতির বিষয়ে মন্তব্য করতে চাই না।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের ভারতে সাম্প্রতিক বহুল আলোচিত ‘সফর’ সম্পর্কে জানতে চাইলে বাগচি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে খবর দেখেছি। এটি ব্যক্তিগত সফর হতে পারে। কিন্তু এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]