18362

03/15/2025 রাজশাহীর সীমান্তে দুই তরুণের লাশ উদ্ধার

রাজশাহীর সীমান্তে দুই তরুণের লাশ উদ্ধার

রাজটাইমস ডেস্ক:

৩০ ডিসেম্বর ২০২৩ ১৫:১৫

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত এলাকার একটি খাঁড়ি (নালা) থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর হনুমন্তনগর এলাকার একটি খাঁড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন উপজেলার চরকানাপাড়া এলাকার মো. সুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও আতিকুল আলমের ছেলে মোশাররফ মুসা (১৯)। তাঁরা পেশায় কৃষিকাজ করতেন।

চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক বলেন, উপজেলার প্রেমতলী এলাকায় একটি খাঁড়িতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, সাত থেকে আটজন কাজের সন্ধানে ভারতের চেন্নাই যাচ্ছিলেন। এর মধ্যে পাঁচ থেকে ছয়জন ফেরত আসেন। তাঁদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ভারতে যাওয়ার পথে সীমান্ত অতিক্রম করতে না পেরে ফিরে এসেছিলেন তাঁরা। এর মধ্যে এই দুজনকে পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়ায় তাঁরা হয়তো পানিতে পড়ে যান।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]