03/16/2025 ৭ দিনের রিমান্ডে এসআই আকবর
রাজটাইমস ডেস্ক
১১ নভেম্বর ২০২০ ০০:০৪
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি হেফাজতে চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে গতকাল সোমবার (১০ নভেম্বর) গ্রেফতারকৃত আকবরকে পুলিশি পাহারায় আদালতে হাজির করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন।
এসআই আকবরের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আওলাদ হোসেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পলাতক আকবরকে সোমবার (১০ নভেম্বর) সকালে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।