18407

05/04/2025 রাজশাহী-৫ আসনে জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা

রাজশাহী-৫ আসনে জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬

রাজশাহী-৫ দুর্গাপুর ও পুঠিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে জীবন্ত ঈগল পাখি নিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে। এ ধরণের একচি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এনিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রার্থীর সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সাদ্দাম।

গত শনিবার বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন তিনি। অভিযোগে তিনি বলেন, রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান তার নির্বাচনী প্রতীক ঈগল পাখি। এ প্রার্থীর এক সমর্থক জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। একই আসনে নৌকা প্রতীকে প্রার্থী হয়ে নির্বাচন করছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com