04/20/2025 রাজশাহী-৪ আসনে স্বতন্ত্র ও নৌকার সংঘর্ষ :আহত ৩০
নিজস্ব প্রতিবেদক, বাগমারা
৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৩
রাজশাহী-৪ আসনে স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়।
স্থানীয় জানায়, রাজশাহী-৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের প্রচার মিছিলে হামলা চালানো হয়েছে। এ আসনের ন্যৌকা প্রার্থীৗর সমর্থকরা আজ রোববার বিকেলে বাগমারার মাদিরাগঞ্জ বাজারে এ হামলা। এতে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি এনামুল হক সহ ৩০ জন আহত হয়েছে।
হামলার সময় দুপক্ষ দুদিক অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রণক্ষেত্রে পরিণত হয় বাগমারার মাদারিগঞ্জ বাজার। পরে পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।