1842

05/20/2024  ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

 ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২০ ০১:৫৮

রাজশাহীতে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলাম আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান মন্ডল, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সহসাধারণ সম্পাদক ও রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন শেখ হেলাল, বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহীর রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নের উপ-পরিচালক রফিকুল ইসলাম ফকির ও বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহীর রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নের সহকারি পরিচালক মিজানুর রহমান।

অনুষ্ঠানে সাধারণ শ্রমিকগণ তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ বলেন নিজেদের সংগঠন শক্তিশালী করতে হলে ঐক্যের বিকল্প নাই। আমাদের সবায়কে একতা নিয়ে চলতে হবে। নিজেদের স্বার্থ, সরকারের স্বার্থ ও জনগণের স্বার্থ রক্ষা করে এগিয়ে যেতে হবে। সব কিছুর ভালমন্দ বুঝে চলতে হবে।

মনে রাখতে হবে, সংগঠনে শক্তির যেমন প্রয়োজন আছে তেমনি বুদ্ধিরও প্রয়োজন আছে। না জেনে কাজ করলে সফল হওয়া যায় না। তাই সামনে এমন নেতৃত্ব তৈরী করতে হবে যেন সংগঠনকে শক্তিশালী করাসহ শ্রমিকের কল্যাণে কাজ করেন। এসময় জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রাসিক মেয়র এএইচএম এএইচএম খায়রুজ্জামান লিটনকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করে নির্বাচন কমিটি গঠর করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, রফিকুল ইসলাম ফকির, মোক্তারুল ইসলাম আলম ।

 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]