18433

04/22/2025 গাজায় নিজেদের গুলিতে ৩০ ইসরাইলি সেনা নিহত

গাজায় নিজেদের গুলিতে ৩০ ইসরাইলি সেনা নিহত

রাজ টাইমস ডেস্ক :

১ জানুয়ারী ২০২৪ ২০:১০

গত ৭ই অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। হামাসের হামলার জবাব দিতে গ্রাউন্ড অপারেশন শুরু করে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। তবে গাজায় প্রবেশের পর একের পর এক ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনা ঘটে চলেছে।

আইডিএফ জানিয়েছে, এখন পর্যন্ত ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের গুলিতে অন্তত ৩০ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ খবর দিয়েছে হারেতজ।

খবরে জানানো হয়, বছরের প্রথম দিনে এ খবর দিয়েছে আইডিএফ। ১৯ ইসরাইলি সেনা সরাসরি আরেক সহযোদ্ধার গুলিতে নিহত হয়েছেন। ৯ জন নিহত হয়েছেন ভুলবশত গুলি বের হয়ে। আর দুই জন নিহত হয়েছেন গুলি প্রতিফলিত হয়ে আঘাতের কারণে।

ইসরাইলের দাবি গত ৭ই অক্টোবরের পর থেকে ১৭১ সেনা হারিয়েছে দেশটি। সে হিসেবে মোট সেনা নিহতের ১৮ শতাংশই ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]