04/22/2025 রাশিয়ার নিক্ষিপ্ত ৭২ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন
রাজ টাইমস ডেস্ক :
২ জানুয়ারী ২০২৪ ২২:৫২
ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের মধ্যে ৭২টি ভূপাতিত করেছে ইউক্রেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে এসব হামলা চালায় রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ এ হামলায় অন্তত চারজন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। শীতে শহুরে এলাকায় হামলা জোরদার করেছে রুশ সেনারা।
এ বিষয়ে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়া ৯৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ৭২টি ভূপাতিত করেছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, রাশিয়ার ছোড়া ১০ কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন।
তিনি বলেছেন, শত্রুরা ৯৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ।
সেনাপ্রধান বলেছেন, রাশিয়া গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।
এর আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছিলেন, মঙ্গলবার ভোরে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের আকাশে ৬১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর মধ্যে দশটি কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল।