03/15/2025 গণঅধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়ার পদত্যাগ
রাজটাইমস ডেস্ক:
৪ জানুয়ারী ২০২৪ ১১:০৫
গণঅধিকার পরিষদ (একাংশ) থেকে পদত্যাগ করেছেন দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি দলটির সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।
গত রোববার এক চিঠির মাধ্যমে পদত্যাগ করেন তিনি। ওই চিঠিতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গণঅধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান গতকাল বুধবার রাতে জানান, ব্যক্তিগত কারণে ড. রেজা কিবরিয়া পদত্যাগ করেছেন।