1849

04/04/2025 নগরীতে চালের আড়তে অভিযান

নগরীতে চালের আড়তে অভিযান

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর ২০২০ ২২:৪১

রাজশাহীতে চালের আড়তে অভিযান চালিয়ে তিনটি চালের আড়ৎকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাল প্লাস্টিকের বস্তায় রাখার দায়ে তিনটি আড়ৎকে এই জরিমানা করা হয়। 

আজ বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জানা গেছে- প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে মের্সাস মক্কা রাইস এজেন্সিকে ৫ হাজার টাকা, মের্সাস জাহিদ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মের্সাস বাবুল এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রমম্যাণ আদালত পরিচালনা করেন- রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম।

কাফি/০১

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]