18510

04/20/2025 কনকনে ঠান্ডায় স্থবির উত্তরের জনজীবন

কনকনে ঠান্ডায় স্থবির উত্তরের জনজীবন

রাজ টাইমস ডেস্ক :

৫ জানুয়ারী ২০২৪ ০৯:২৫

তীব্র শীতে উত্তরাঞ্চলে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। অনেক স্থানে গত তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা। তীব্র শীতের কারণে বেকার রয়েছেন খেটে খাওয়া মানুষ।

আমাদের বেড়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার বেড়া উপজেলায় তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল বিকালে বন্যানিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন মালদাপাড়া, পেঁচাকোলা, জয়নগর, নাকালিয়াসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, হতদরিদ্র মানুষ খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দুইদিন পর গতকাল বিকালে সামান্য রোদের দেখা পেয়ে অনেকেই রোদে এসে দাঁড়ান। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই রোদ মিলিয়ে গিয়ে উলটো হিমেল হাওয়া বইতে থাকে।

বাঁধে আশ্রিতদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই-তিন দিন তীব্র শীতের কারণে বেকার হয়ে রয়েছেন খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুররা। এসব মানুষের বেশির ভাগই তাঁতশ্রমিক হিসেবে নয়তো ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কুয়াশা ও কনকনে ঠান্ডার কারণে তাঁতের সুতা আঠালো হয়ে জড়িয়ে যাচ্ছে। আবার ইটভাটাতেও রোদের অভাবে ইট শুকানো যাচ্ছে না।

তাই তাঁতশ্রমিক ও ইটভাটার শ্রমিকদের বেকার হয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় থাকছে না। পেঁচাকোলা গ্রামের ইটভাটা শ্রমিক আব্দুল হাকিম বলেন, ‘দুই-তিন দিন ধইরা রোদের দেখা নাই। তাই ইট ভাটায়ও কাজ বন্ধ আছে। এমনিতেই শীতের কষ্ট, তার ওপর সংসার চালানোই মুশকিল হয়া দাঁড়াইছে।’

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, পৌষের মাঝামাঝিতে নদনদীবেষ্টিত কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে আবারও বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার পাশাপাশি উত্তরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। গত তিন দিন ধরে সূর্যের দেখা নেই। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা। গত তিন দিনের ব্যবধানে উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ১১ ডিগ্রিতে নেমেছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় নিকলী আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের দাপটে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বিকেল গড়াতেই তাপমাত্রা নামছে পাল্লা দিয়ে। সন্ধ্যার পর শুরু হচ্ছে কুয়াশাপাত। মাঝরাতে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। পাশাপাশি থেমে থেমে বইছে ঠান্ডা বাতাস। ঘন কুয়াশা থাকছে বেলা ২টা পর্যন্ত। এ সময় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পেটের দায়ে অনেক শ্রমজীবী মানুষ কনকনে ঠান্ডার মধ্যেই কাজে বের হচ্ছেন। অনেকে গবাদি পশুকে চটের বস্তা দিয়ে ঢেকে দিচ্ছেন। উপজেলার সদরের বৃদ্ধ সিরাজ আলী বলেন, ‘এই কয়দিনের শীতে কাবু হয়ে গেছি। বাইরে বের হতেই ভয় লাগে। ঠান্ডা বাতাসে মনে হয় শরীর অবশ হয়ে আসছে। বাড়িতে আগুন জ্বালিয়ে বসে থাকি।’

কিশোরগঞ্জের নিকলী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আবহাওয়াবিদ মো. আক্তার ফারুক জানান, প্রতিদিনই কিশোরগঞ্জ জেলার নিকলীর তাপমাত্রা কমে আসছে। বৃহস্পতিবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগামীতে আরো কমার সম্ভাবনা রয়েছে।

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, দেশের উত্তরের দিনাজপুর জেলায় গত বুধবার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার পর ঝলমলে রোদ উঠায় মানুষজন কয়েকদিনের কনকনে ঠান্ডার অস্বস্তিদায়ক অবস্থা থেকে বেশ স্বস্তিদায়ক অবস্থা ফিরে পেয়েছেন।

দিনাজপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, বর্তমানে জেলায় মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশা কম থাকায় দুপুরে রোদ উঠেছে, বাতাসের গতিও কিছুটা কম। আকাশ মেঘ ও কুয়াশামুক্ত থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে ছড়াতে পারছে। এতে শৈত্যপ্রবাহ থাকলেও দিনে শীত কম অনুভূত হচ্ছে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। তবে গত কয়েক দিনের তুলনায় বৃহস্পতিবার কুয়াশা কিছুটা কমেছে। তার পরও রাতে বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই জানুয়ারি মাসে এক-দুইটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]