18515

03/15/2025 ভোটের সহিংসতায় ভাড়াটে সন্ত্রাসী ব্যবহারের শঙ্কা

ভোটের সহিংসতায় ভাড়াটে সন্ত্রাসী ব্যবহারের শঙ্কা

রাজটাইমস ডেস্ক:

৫ জানুয়ারী ২০২৪ ০৯:৪৭

সংসদ নির্বাচনে সহিংসতার জন্য ভাড়াটে সন্ত্রাসী ব্যবহারের শঙ্কা প্রকাশ করেছে র‍্যাব। সারা দেশে বিভিন্ন প্রার্থীর অনুসারীরা ভাড়াটে সন্ত্রাসীদের নিয়োগের চেষ্টা করছে—এমন গোায়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কমান্ডার মঈন বলেন, সম্প্রতি দেশব্যাপী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। দেখা গেছে, বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্রে অতি উৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছেন।

তিনি বলেন, গত ৭২ ঘণ্টায় বগুড়ার উপজেলা চেয়ারম্যান, কয়েক জনপ্রতিনিধিসহ ৫০ জনকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মামলাও হয়েছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা সেই তথ্য র্যাবকে দিয়েছেন। এ ধরনের কার্যক্রম যারা চালাচ্ছে, তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে।

ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের সুনির্দিষ্ট তথ্য রয়েছে কি না, জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, বিভিন্ন প্রার্থীর অনুসারীরা তাদের নিয়োগের চেষ্টা করেছে এবং করতে পারে, এমন তথ্য রয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]