1852

03/14/2025 বাইরাইন প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা সালমান আর নেই

বাইরাইন প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা সালমান আর নেই

রাজটাইমস ডেস্ক

১১ নভেম্বর ২০২০ ২৩:৫১

দীর্ঘদিন ধরে শাসন পরিচালনা করা বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)

দীর্ঘকাল ধরে প্রধানমন্ত্রী থাকা এই শাসক বুধবার (১১ নভেম্বর) ইহলীলা সাঙ্গ করেন।

৮৪ বছর বয়সী এই শাসক ১৯৭১ সাল থেকে বাহরাইন শাসন করে আসছেন।

দেশটির সংবাদ সংস্থা বিএনএ বরাতে জানা যায়, আজ সকালে তিনি যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

প্রয়াত এই শাসকের মরদেহ বাহরাইনে আনার পর দাফনানুষ্ঠান সম্পন্ন হবে বলে খবরে বলা হয়েছে। তবে করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে সুনির্দিষ্ট সংখ্যক আত্মীয়-স্বজন ছাড়া এতে কেউ অংশ নিতে পারবেন না।

এদিকে বাহরাইন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সকাল বেলা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সুন্নি শাসিত এবং শিয়া সংখ্যাগরিষ্ঠ বাহরাইনে বিতর্কিত ছিলেন প্রিন্স খলিফা সালমান। দেশটিতে তার জনপ্রিয়তা ছিল একেবারে তলানিতে।

তাকে ক্ষমতা থেকে পদচ্যুত করার ও চেষ্টা করা হয় কয়েকবার। তার পদত্যাগের দাবিতে ২০১১ সালে শিয়া-নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা মানামার পার্ল স্কোয়ার মাসখানেক দখল করে রাখেন। পরবর্তীতে সৌদি সমর্থিত নিরাপত্তা বাহিনী তাদের বের করে দেয়।

খলিফা সালমান জন্মগ্রহণ করেন ১৯৩৫ সালের ২৪ নভেম্বর। সাত বছর বয়স থেকেই বড় ভাইয়ের সঙ্গে তার বাবার রয়েট কোর্টে হাজির হতেন। ১৯৭০ সালে তাকে স্টেট কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]