18551

03/15/2025 ওসিকে এমপির ফোন, আমার লোকের ওপর হাত দিলে হাত কেটে ফেলব

ওসিকে এমপির ফোন, আমার লোকের ওপর হাত দিলে হাত কেটে ফেলব

রাজটাইমস ডেস্ক:

৬ জানুয়ারী ২০২৪ ১১:৩০

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে পুলিশের হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবং সাংবাদিক পিটিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

এমপি মোস্তাফিজ বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে ফোন করে পুলিশের হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন। শুক্রবার এ-সংক্রান্ত একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর থেকেই চট্টগ্রামজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, নির্বাচনী নিরাপত্তা টহলকে কেন্দ্র করে পুলিশকে এ হুমকি দিয়েছেন তিনি। ১ মিনিট ৪০ সেকেন্ডের অডিওর শুরুতে এমপি মোস্তাফিজকে বলতে শোনা যায়—‘ছনুয়াতে হাবিব গেছিল, ছনুয়া?’ জবাবে ওসি তোফায়েল বলেন, ‘না না স্যার, ও তো এখন নেই, সকাল থেকে রাত ৯টা পর্যন্ত থেকে চলে এসেছে স্যার।’ এমপি বলেন, কী জন্য গেছে? ওসি বলেন, ‘এখন নিয়মিত ডিউটি স্যার।’ তখন মোস্তাফিজ বলেন, ‘আমার লোকজনের ওপর হাত দিলে হাত কেটে ফেলব কিন্তু আমি বলে দিলাম।’ ওসি তখন বলেন, ‘ঠিক আছে স্যার। আমি এখনই বলে দিচ্ছি।’

মোস্তাফিজ তখন বলেন, ‘ওখানে আমাদের লোকজন ধরার জন্য হাফিজ না হাবিব গেছে। আমাদের আলমগীর একটা আছে, তাকে খুঁজতেছে?’ ওসি তখন বলেন, ‘না না স্যার, ওটা তো প্রশ্নই ওঠে না। ও চলে আসছে স্যার অনেক আগে।’

এরপর এমপি মোস্তাফিজকে বলতে শোনা যায়—‘এমনি ঘুরেফিরে থাক (পুলিশ) অসুবিধা নাই; কিন্তু আমার কোনো লোকের ওপর হাত দিলে বহুত অসুবিধা হবে।’ ওসি তখন বলেন, ‘স্যার দেবে না, আপনি যেভাবে বলেন।’

ওই কথোপকথনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের দিকে খেয়াল রাখতে বলেন এমপি মোস্তাফিজ। তাকে বলতে শোনা যায় ‘চাম্বলের মুজিবের ওপর যেন কোনো কিছু না হয়, ওখানে যেন সে কাজ করতে পারে, খেয়াল রাখিও।’

এ বিষয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বলেন বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]