1856

03/15/2025 গণফোরামের কাউন্সিল স্থগিত

গণফোরামের কাউন্সিল স্থগিত

রাজটাইমস ডেস্ক

১২ নভেম্বর ২০২০ ০১:৩৬

আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া গণফোরামের কাউন্সিল স্থগিত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানান।

দলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘আলাপ–আলোচনার মাধ্যমে গণফোরামের ঐক্যবদ্ধ কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে গণফোরামের ১২ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিতব্য কাউন্সিল স্থগিত করা হল।’

উল্লেখ্য, দলীয় কোন্দল প্রকট হয়ে উঠেছে দলটিতে। বেশ কিছুদিন ধরেই গণফোরামে অন্তর্দ্বন্দ্ব চলছে। দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতাকে নিয়ে ২৬ ডিসেম্বরও একটি কাউন্সিলের ঘোষণা দিয়েছিলেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]