18580

04/23/2025 টাকার বিনিময়ে ভোট কেনায় আ.লীগ নেতার ১৫ দিন কারাদণ্ড

টাকার বিনিময়ে ভোট কেনায় আ.লীগ নেতার ১৫ দিন কারাদণ্ড

রাজ টাইমস ডেস্ক :

৭ জানুয়ারী ২০২৪ ০৮:১১

টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করার সময় বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার রাত ১০টার দিকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী।

তিনি জানান, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোর্শেদ তার এলাকায় বিভিন্ন ভোটারের বাসায় গিয়ে টাকার বিনিময়ে ভোট দিতে প্রলুব্ধ করছিল। অভিযোগ পেয়ে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়।

আদালতের বিচারক ১৫ দিনের কারাদণ্ড দেন। এসময়ে তার কাছ থেকে ১৭ হাজার টাকা জব্দ করা হয়। তিনি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের সালাউদ্দিন রিপনের সমর্থক বলে স্বীকার করেছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]