03/13/2025 যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত
রাজটাইমস ডেস্ক:
৭ জানুয়ারী ২০২৪ ১০:১৬
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর (২২) নামে আনসার ভিডিপির এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিচ্ছেন।
রোববার (৭ জানুয়ারি) ভোরের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত আনসার ভিডিপির সদস্যের বরাত দিয়ে তিনি জানান, যাত্রাবাড়ীর সায়েদাবাদ শের-এ বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সামনে নির্বাচনী দায়িত্ব পালনকালে ককটেল বিস্ফোরণে ওই আনসার সদস্য সামান্য আহত হন।
বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন ভর্তির প্রয়োজন নেই।