18591

03/15/2025 পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

রাজটাইমস ডেস্ক:

৭ জানুয়ারী ২০২৪ ১১:২০

অনিয়মের কারণে দুই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। একটি হলো কিশোরগঞ্জ-৬ আসনের ৩৯ নম্বর কেন্দ্র, আর আরেকটি হয় নরসিংদী-৪ আসনের ১৩৪ নম্বর কেন্দ্র।

নির্বাচন কমিশন জানায়, এই দুটি কেন্দ্রে সকাল থেকেই অনিয়ম আর কারচুপির অভিযোগ আসছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় সকাল ৯টা ৫০ মিনিটে নরসিংদী-৪ এর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশোরগঞ্জ-৬ -এর বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের বয়কটের মধ্যেই ভোটগ্রহণ চলছে।

দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]