18596

04/20/2025 নবাবগঞ্জে যুবতীর পোড়া মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে যুবতীর পোড়া মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারী ২০২৪ ১২:২০

চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত এক নারীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) রাতে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মহাডাঙ্গার এক ফসলী জমি থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ, রনি ও সেলিম জানায়, এশার নামাজ শেষে এলাকায় স্থানীয়রা বসে গল্প করছিলাম। হঠাৎ মাঠের দিকে তাকালে আগুন দেখতে পেয়ে আমরা কয়েকজন এগিয়ে যায়। পরে কাছে গিয়ে দেখি এক নারী আগুনে পুড়ছে। তবে আশেপাশে আর কাওকে দেখতে না পেয়ে ৯৯৯ এ কল করে পুলিশকে জানানো হয় এবং পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আহম্মেদ রঞ্জু বলেন, আমি নির্বাচনি কাজে এলাকার বাইরে ছিলাম। পরে রাত সোয়া ৮টার দিকে মুঠোফোনে জানতে পেরে ঘটনাস্থলে এসে পুলিশ ও স্থানীয়দের দেখতে পাই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]