18605

03/15/2025 সিলেটে পুলিশ-বিএনপি সংঘর্ষ

সিলেটে পুলিশ-বিএনপি সংঘর্ষ

রাজটাইমস ডেস্ক:

৭ জানুয়ারী ২০২৪ ১৪:৫২

সিলেটের হরতালের সমর্থনে মিছিলের পর বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ দুপুরে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে।

এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, ভোট কেন্দ্রের কাছে কিছু দুর্বৃত্ত বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় তারা পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]