18608

04/22/2025 ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ: ইসি

৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫ শতাংশ: ইসি

রাজ টাইমস ডেস্ক :

৭ জানুয়ারী ২০২৪ ১৬:৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলা ৩টা পর্যন্ত সারা দেশে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ বিকাল ৩টা ২০ মিনিটে এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম।

তার দেয়া তথ্য অনুযায়ী, বিকাল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৭ শতাংশ, রাজশাহী বিভাগে ২৬ শতাংশ, খুলনা বিভাগে ৩২ শতাংশ, বরিশাল বিভাগে ৩১ শতাংশ, সিলেট বিভাগে ২২ শতাংশ, রংপুর বিভাগে ২৬ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ২৯ শতাংশ ভোট পড়েছে।

এর আগে আজ দুপুর ১২টা পর্যন্ত ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব মো.জাহাংগীর আলম।

এদিকে নির্বাচন কমিশন থেকে ২৭ শতাংশ ভোট পড়ার তথ্য দেয়া হলেও কেন্দ্রে ভিন্ন চিত্র দেখা গেছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতির সংখ্যা অনেক কম দেখা গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]