1861

09/21/2024 চট্টগ্রামে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

চট্টগ্রামে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

রাজটাইমস ডেস্ক

১২ নভেম্বর ২০২০ ২১:২৬

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছে ১১টি বাহিনীর ৩৪ জন জলদস্যু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।  

আত্মসমর্পণকৃতদের হত্যা ও ধর্ষণ মামলা ছাড়া অন্যান্য মামলাগুলো প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

এ সময় অস্ত্র জমা দিয়ে বাঁশখালী, মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার ১১টি বাহিনীর ৩৪ জলদস্যু আত্মসমর্পণ করেন।

জলদস্যুদের আত্মসমর্পনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে র‌্যাবের ধারাবাহিক অভিযানের কারণে এর আগেও সুন্দরবনের অনেক জলদস্যু আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পনকারী দস্যুরা বিভিন্ন বাহিনীর সদস্য ছিলেন।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]