1862

03/16/2025 ফের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়ে ১৯ ডিসেম্বর

ফের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়ে ১৯ ডিসেম্বর

রাজটাইমস ডেস্ক

১২ নভেম্বর ২০২০ ২২:০৯

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে চলা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ছুটি ফের বৃদ্ধি করা হয়েছে।

বর্ধিত ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়।

দেশে করোনাভাইরাসের সংক্রমন সনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। 

এর আগে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আভাস দিলেও সর্বশেষ তা বাস্তবায়ন হয় নি।

অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেবে না সরকার। আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে সংক্রমন শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]