18631

04/22/2025 যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি, বেসরকারি ব্যক্তিদের বক্তব্য তাদের

যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি, বেসরকারি ব্যক্তিদের বক্তব্য তাদের

রাজ টাইমস ডেস্ক :

৮ জানুয়ারী ২০২৪ ১৮:২৫

বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যবেক্ষক রয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। খবর মানবজমিনের। 

নির্বাচনের দিন (০৭ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি হোটেলে সরকার ও নির্বাচন কমিশন আমন্ত্রিত পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত 'পর্যবেক্ষক'রাও নিজেদের মতামত তুলে ধরেন। তবে, তাদের ওই বক্তব্য নিজস্ব, যুক্তরাষ্ট্র সরকারের নয়।

সোমবার (০৮ জানুয়ারি) মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে।

"যুক্তরাষ্ট্রের সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি। নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন। তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের, যুক্তরাষ্ট্র সরকারের নয়।"

উল্লেখ্য, এর আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে কানাডার নির্বাচন পর্যবেক্ষকরা- এমন খবর প্রচার করা হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ কানাডার হাইকমিশন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]