1864

09/21/2024 রাজধানীতে ৭ বাসে আগুন

রাজধানীতে ৭ বাসে আগুন

রাজটাইমস ডেস্ক

১৩ নভেম্বর ২০২০ ০০:১৪

রাজধানীতে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে ঘিরে সহিংস ঘটনা ঘটেছে। দুই দফায় মোট ৭ টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টা থেকে বিকাল ৫টার মধ্যে দুই দফায় আগুন দেয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ বিকাল ৪টা ৩২ মিনিটে রাজধানীর প্রগতি সরণির বারিধারা এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।

খবর পেয়ে ঘটনাস্থল সমূহে গিয়ে আগুন নেভানো হয় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার। তিনি বলেন বিকাল ৫টার দিকে বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে, গুলিস্তান জিরো পয়েন্টে মোট ৭টি বাসে আগুন দেয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত এসব ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি। আগ্নিদগ্ধ হওয়া এসব বাসে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।

নির্বাচনকে কেন্দ্র করেই এসব ঘটনার সূত্রপাত বলেই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন। তিনি বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এসব ঘটনা নির্বাচন কেন্দ্রিক। ওই এলাকাগুলোতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, সকাল থেকেই ঢাকা-১৮ আসনের উপনির্বাচন শুরু হয়।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]