18678

03/15/2025 বিরোধী দলেই থাকতে চাই: জি এম কাদের

বিরোধী দলেই থাকতে চাই: জি এম কাদের

রাজটাইমস ডেস্ক:

১০ জানুয়ারী ২০২৪ ১৬:৪৩

আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ নেয়ার পর এ কথা জানান তিনি।

সংসদে বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জি এম কাদের বলেন, আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চায়।

পার্টি অফিসে বিক্ষোভ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে, সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।

নির্বাচনে নিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। বেশির ভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি, সেটা এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]